Description
বই সম্পর্কে: ‘প্রথম প্রেম’ প্রত্যেক মানুষের জীবনে অতীত থাকে। সেখানে অন্য কেউ প্রবেশ করতে পারে না। সেটি হলো তার একান্ত জীবন। অতীতে কেউ বিচরণ করে…কেউ করে না। কেননা সব অতীত সুখকর নয়। অতীত হলো স্মৃতির গোলকধাঁধা। সেখানে রয়েছে চাওয়া আর পাওয়ার হিসাবনিকাশ। সাধ আর সাধ্যের খেরোখাতা। হারিয়ে যাওয়া দিন…আগামীর প্রত্যাশা। এক জনম শেষ হলে যদি অন্য জনম আসে, কে জানে সত্য কি না; এখন সে-সব থাক। কারও বুকের গহিনে হারানো দিন লুকোনো রত্নভাণ্ডারের মতো গোপন থাকে। সেই হারিয়ে যাওয়া দিন আর কথা তার একান্ত নিজের। অন্য কারও নয়। জীবনে কী চেয়েছি আর কী পেলাম, চাওয়া-পাওয়ার এমন হিসাব করতে নেই; কোনো কোনো হিসাব কখনোই মেলে না।
Reviews
There are no reviews yet.